স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম বড় জয় দিয়ে শুরু করল বার্সেলোনা। বুধবার রাতে ভিক্টোরিয়া প্লাজনের বিপক্ষে কাতালানরা জিতেছে ৫-১ গোলে। হ্যাটট্রিক করেছেন রবার্ত লেভানডফস্কি। একটি করে গোল ফ্রাঙ্ক কেসি ও ফেরান তোরেসের।
ন্যু ক্যাম্পে এই হ্যাটট্রিকে ইতিহাস গড়েছেন লেভানডফস্কি। এর আগে দুই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের জার্সিতে হ্যাটট্রিক আছে এই পোলিশ ফরোয়ার্ডের। চলতি মৌসুমে বার্সায় নাম লেখানো এই তারকা এখন পর্যন্ত লা লিগায় ৪ ম্যাচে ৫ গোল আদায় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে তাঁর অভিষেকটাও হলো স্মরণীয়। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন তিন ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন সাবেক এই বায়ার্ন তারকা।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ লেভার প্রশংসা করতে গিয়ে বলে দিলেন, আমি লেভার প্রেমে পড়ে গেছি! জাভি বলেন, ‘লেভা হ্যাটট্রিক করেছে। কিন্তু সে শুধু নিজেই খেলে না, দলকেও খেলায়। সে তৃতীয় ব্যক্তিকেও জানে এবং কোথায় ফাঁকা হবে সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। আমি তার প্রেমে পড়ে গেছি। দুর্দান্ত এক চুক্তি করেছি আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০