লেভানডফস্কি, পিকের লাল কার্ডের ‘বিতর্কিত’ ম্যাচ জিতে শীর্ষে বার্সা

    0
    77

    স্পোর্টস ডেস্ক:: জেরার্ড পিকে মাঠে না নেমেই ক্যারিয়ারের শেষ ম্যাচে দেখলেন লাল কার্ড, লেভানডফস্কির ভাগ্যেই তাই। লা লিগায় ঘটনাবহুল ‘বিতর্কিত’ এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে কাতার বিশ্বকাপের বিরতিতে গেলো বার্সেলোনা।

    ওয়াসসুনার বিপক্ষে বিপক্ষে পয়েন্ট হারাতে বসা বার্সেলোনা রাফিনহার গোলে শেষ পর্যন্ত ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। আর তাতেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। আলোচনা-সমালোচনায় ম্যাচটিতে মাঠে নেমেও পিকের লাল কার্ড আর ফাউল করে রবার্তো লেভানডফস্কির লাল কার্ড পেয়ে মাঠের বাইরে যাওয়া। জাভির দল শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

    ম্যাচের শুরুতেই বার্সেলোনা পিছিয়ে পড়ে ডেভিড গার্সিয়ার গোলে। ম্যাচের ৬ষ্ট মিনিটে শুরুতেই পিছিয়ে পড়া বার্সেলোনা আর সমতায় ফিরতে পারেনি প্রথমার্ধে। উল্টো দৃষ্টিকটো ফাইল করে ম্যাচের ৩১তম মিনিটে লেভানডফস্কি লাল কার্ড দেখে চলে যান মাঠের বাইরে। বার্সা হয়ে পড়ে ১০ জনের দল। ওয়াসসুনার গোলদাতা গার্সিয়াকে ফাউল করে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড পান তিনি।

    প্রথমার্ধের শেষ দিকে বার্সাকে সমতায় ফেরান তরেস। তবে অফসাইডের কারেণ গোলটি বাতিল হয়ে যায়। বার্সার সাবেক তারকা জেরার্ড পিকে এসময় মেজাজ হারিয়ে রেফারির সাথে আক্রমণাত্মক ভাবে কথা বলতে যান। গত শনিবারই তিনি বার্সার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। তার আগে বৃহস্পতিবার হঠাৎ করে অবসরের ঘোষণা দেন। রেফারির সাথে বচসায় জড়িয়ে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন তিনি। পিছিয়ে থেকেই বার্সাকে যেতে হয় বিরতিতে।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য বার্সেলোনা ম্যাচে ফেরে। পেদ্রির গোলে ৪৮তম মিনিটে ম্যাচের স্কোর লাইন ১-১ হয়ে যায়। ম্যাচের ফল আনতে জাভি দ্বিতীয়ার্ধে বদলী নামান রাফিনহাকে। কোচের আস্থার প্রতিদানও দেন তিনি। ম্যাচের ৮৫তম মিনিটে তার গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ওয়াসসুনার বিপক্ষে তাদের মাঠে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

    এই জয়ে বার্সা শীর্ষে উঠলো। ১৪ ম্যাচে ১২ জয়ের সঙ্গে এক ‘ড্র’ করা বার্সার পয়েন্ট ৩৭। কাতার বিশ্বকাপের জন্য ক্লাব ফুটবলের বিরতির আগে বার্সা শীর্ষে উঠলো। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

    এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডকটম/নিপ্র/ডেস্ক/০০

     

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here