লেভানডফস্কি-রাফিনহাদের এক হালি গোলে জয়ে ফিরলো বার্সা

0
86

স্পোর্টস ডেস্ক:: লেভানডফস্কি-রাফিহানদের এক হালি গোলের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আগের ম্যাচে হেরে যাওয়া রাতের ম্যাচে জয়ে ফিরেছে রিয়াল বেতিসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে। রিয়াল মাদ্রিদের এক হালি গোলের জয়ের রাতে দশ জনের রিয়াল বেতিসকে উড়িয়ে বার্সাও জিতলো এক হালি গোল দিয়ে।

লা লিগায় দুই দল নিজেদের সবশেষ ম্যাচগুলোতে হেরেছিলো। রিয়াল বেতিস বার্সার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে জাভির দল জিতেছে ৪-০ ব্যবধানে। এই জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরো একধাপ এগিয়েছে বার্সা শিবির।

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে ম্যাচ শুরুর মিনিট পনেরোর মধ্যেই লিড নেয় বার্সেলোনা। ১৪তম মিনিটে লিড নেওয়া দলটি প্রথমার্ধের ব্যবধান বাড়ায় লেভানডফস্কির গোলে। তার আগেই ম্যাচের ৩৩তম মিনিটে রিয়াল বেতিস ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৩৩তম মিনিটেই গনজেলা লাল কার্ড দেখে চলে যান মাঠের বাইরে। পরপর দুই হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় তাকে। এর মিনিট তিনেক পরেই ম্যাচের ৩৬তম মিনিটে লেভানডফস্কি ব্যাবধান ২-০ করেন।

প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। রাফিনহার গোলে ৩৯তম মিনিটেই জাভির দলকে এগিয়ে যায় ৩-০ গোলে। পিছিয়ে পড়া রিয়াল বেতিস বিরতির আগে ঘুরে দাঁড়াতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যায়।

বিরতির পর দ্বিতীয়ার্ধে বেতিস কিছুটা ঘুরে দাঁড়ায়। নিজেরা গোল করতে না পারলেও বার্সাকে আটকে রাখে। তবে ম্যাচের শেষ দিকে নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে দেয়। ম্যাচের ৮২তম গুইডো রদ্রিগেজ নিজেদের জালে বল জড়ান। আত্মঘাতী গোলে বার্সা এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। শেষ পর্যন্ত বেতিস আর গোল করতে পারেনি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

এই জয়ে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার কাছাকাছি চলে গেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here