স্পোর্টস ডেস্ক:: লা লিগায় লেভানডফস্কি-রাফিনহাদের গোলে বার্সা আরেকটি বড় জয় পেলো। জাভির দল সেভিয়াকে হারিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়া সেভিয়া ধীরে ধীরে যেনো নিস্তেজ হতে থাকে। দুর্দান্ত লেভানডফস্কি, রাফিনহা ও এরিক গার্সিয়ার গোলে বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বার্সা।
ম্যাচে প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে নিয়ে বার্সেলোনা। শুরুতে দারুণ খেলা সেভিয়া শেষের দিকে আর সেভাবে খেলতেই পারেনি। প্রথমার্ধের দুই গোল আর দ্বিতীয়ার্ধের এক গোলে বার্সা তাই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের ২১তম মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সা। এর মিনিট পনেরোর পর লেভানডফস্কি সেভিয়ার জালের দেখা পান। ম্যাচের ৩৬তম মিনিটে তার গোলেই ব্যবধান ২-০ করে ফেলে বার্সেলোনা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় সেভিয়া।
এগিয়ে থাকা বার্সাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো এগিয়ে দেন এরিক। ম্যাচের ৫০তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। ম্যাচের বাকীটা সময় সেভিয়া ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০