স্পোর্টস ডেস্কঃ লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। গত রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোল করেছেন লামিন ইয়ামাল ও রবার্ত লেভানডফস্কি। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়াম স্বাগতিকরা জিতেছে ২-১ গোলে। প্রথমার্ধে ইয়ামালের গোলে এগিয়ে যাওয়া হ্যান্সি ফ্লিকের দল বিরতির আগে হজম করে পেনাল্টি গোল। দ্বিতীয়ার্ধে কাতালানদের জয়সূচক গোলটি এনে দেন লেভা।
মৌসুমের শুরুতে লেভার এমন ফর্মে দারুণ খুশি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তাঁকে (লেভানডফস্কি) খুব ভালো করেই চিনি আমি এবং আমার মনে হয় না, তার ফর্মে ফেরার মতো কোনো ব্যাপার আছে। তাকে তো সবসময় এভাবেই পারফর্ম করতে দেখছি। সবসময়ই সে এখন খেলোয়াড়।তার জন্য আমি খুবই খুশি। সে যে শুধু এত গোল করে, তা-ই নয়, তার সামগ্রিক প্রচেষ্টা দেখতে হবে। যেভাবে সে হাই-প্রেসিংয়ে নিজেকে মেলে ধরে এবং কার্যকর হয়ে ওঠে। আমাদের দলের সমন্বয়ের জন্য যা দারুণ। শারীরিকভাবে এখনও সে শতভাগ ঠিক আছে। পুরোপুরি পেশাদার একজন সে, ফিটনেসকে যে দারুণ গুরুত্ব দিয়ে দেখে। সে জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং আজকে দ্বিতীয়ার্ধে ওরা সমতা ফেরানোর পর আমরা তা দেখেছি।’
২৪তম মিনিটে এগিয়ে যায় বার্সা। ফ্রি-কিকে তাদের প্রথম প্রচেষ্টা রুখে দেন বিলবাও গোলরক্ষক পাদিলা, তবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। বক্সের বাইরে থেকে জোরাল বাঁকানো শট নেন ইয়ামাল, বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে ঠিকানা খুঁজে নেয়। ৪২ মিনিটে অবশ্য ম্যাচে ফেরে বিলবাও। পেনাল্টি গোলে সমতা ফেরান অইহান সানচেট। দলটির ফরোয়ার্ড আলেক্সান্দ্রো রেমিরোকে ডি-বক্সে বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি ফাউল করলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন ওইয়ান সানচেট।
৭৫তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। অনেক প্রচেষ্টার পর সফল হন লেভা। পেদ্রির বক্সে বাড়ানো বলের কাছাকাছি পৌঁছেও হাতে রাখতে পারেননি পাদিলা, চলে যায় লেভার কাছে। প্রতিপক্ষের এমন উপহার পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। এবারের লিগে দুই ম্যাচে তিন গোল হলো ৩৬ বছর বয়সী এই তারকার। গত সপ্তাহে ভালেন্সিয়ার মাঠে দলের ২-১ ব্যবধানের জয়ে বিরতির আগে-পরে দুই গোল করেছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০