লোধা কমিটি-বিসিসিআই বিরোধ, শঙ্কায় আইপিএল আয়োজন

    0
    24

    স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সময় ঘনিয়ে আসছে। অথচ এখনো বৃহত্তর এই টুর্ণামেন্টটি নিয়ে অন্ধকারেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।  সুপ্রিমকোর্ট কর্তৃক নিয়োগকৃত কমিশন লোধা কমিটির সাথে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দ্বন্দ্বের ফলে অনিশ্চিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল)।

    স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারাই আইপিএল নিয়ে শঙ্কা দেখছেন। ভারতীয় বোর্ডের যাবতীয় কর্মকাণ্ডের জবাবদিহি করতে হয় এই কমিশনের কাছে। এ কারণেই তৈরি হয়েছে দ্বন্দ্বের। আর এই দ্বন্দ্বের জের ধরেই আইপিল পড়েছে অনিশ্চয়তায়।

    দ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌছেছে যে ইংল্যান্ডকে সিরিজে জন্য দাওয়াত দিয়ে নিয়ে তাদের খরচ দিতে পারছে না বিসিসিআই। এর আগে নিউজিল্যান্ড সিরিজ চলাকালে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিলো সিরিজ। লোধা কমিটির পক্ষ থেকে বোর্ডের খরচের হিসেব চাওয়াতে বোর্ড প্রধান অনুরাগ ঠাকুর ক্ষেপে যান।

    অবশ্যই নিউজিল্যান্ডের আন্তরিকতায় পরে দুপক্ষ মিলে সিদ্ধান্ত নেয় সিরিজ চলবে। কিন্তুু আসন্ন ইংল্যান্ড সিরিজে অতিথি দল ইংল্যান্ডের কোন খরচ ভারতীয় ক্রিকেট বোর্ড বহন করতে পারবে না বলে লিখিতভাবে জানিয়ে দিয়েছে। তারা তাতে রাজিও হয়েছে।

    এরই মধ্যে বিসিসিআই সেক্রেটারি অজয় শিরকে দিলেন এই অবাক হওয়া মতো তথ্য। ভারতের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে শিরকে আইপিএল নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে। আইপিএলের সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত লোধা কমিটি থেকে এ বিষয়ে কোণ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বোর্ড সেক্রেটারি।

    অজয় শিরকে বলেন, ‘আইপিএল ২০১৭ এখন অনিশ্চয়তায় আছে। আমাদের কোন ধারণা নেই আসলে কি হতে যাচ্ছে। কিভাবে এটা হবে আমরা আদৌ জানিনা। আমরা এরই মধ্যে কমিটির কাছে সব খরচ সহ বিস্তারিত পাঠিয়েছি। বর একটা তালিকা তাদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু তারা কণ সাড়া দিচ্ছে না। অথচ আমাদের হাতে সময় নেই একদমই।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here