স্পোর্টস ডেস্কঃ চোটের থাবায় রবার্ত লেভানডফস্কি, ফ্রেঙ্কি ডি ইয়ং, রাফিনহা, পেদ্রিদের শাখতার দোনেৎস্ক ম্যাচে পায়নি বার্সেলোনা। কোচ জাভি হার্নান্দেজের আস্থার প্রতিদান দিয়েছেন কাতালান তরুণরা। ফারমিন লোপেজ, লামিনে ইয়ামালের মতো তরুণরাই আবারও পথ দেখালেন দলকে। ফেরান তরেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফারমিন। দ্বিতীয়ার্ধে ১ গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল শাখতার।
বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে ২৯ মিনিটে ইল্কাই গুন্দোগানের বাড়ানো পাস থেকে বল পান লোপেজ। তার দুর্দান্ত ভলিটি ক্রস বাড়ে লেগে ফিরে আসলে বল যায় ফেরান তরেসের পায়ে। ফিরতি শটে দুর্দান্ত গোল করেন স্প্যানিশ এই উঠতি তারকা। প্রথম গোলের রেশ না কাটতেই ৩৭ মিনিটে আবার গোল পেয়ে যায় বার্সা। এবার দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন লোপেজ। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শট গোলবার ঘেঁষে প্রবেশ করে জালে।
ম্যাচ শেষে ২০ বছর বয়সী লোপেজকে প্রশংসার বাঁধনে বাধলেন বার্সা কোচ জাভি। এই মিডফিল্ডারকে নিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই তাকে (লোপেজ) নিয়ে আমি রোমাঞ্চিত। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেক বছর ধরে সে বার্সেলোনার হয়ে খেলবে এবং আমি এটা হালকাভাবে বলছি না। লোপেজ মানসিকভাবে তৈরি, দারুণ একটা মৌসুম কাটাচ্ছে। দূর থেকে সে দুর্দান্ত একটা শট নিল (শাখতারের জালে)। তাকে নিয়ে আমি খুশি, তার জন্য আমি খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০