স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান দলের পারফরম্যান্স ‘যাচ্ছেতাই’ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের সাথে হারের পর, ভারতের কাছে হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় গ্রুপ পর্ব থেকেই। এমন পারফরম্যান্সের সাথে সাথে দলের ভেতর কোন্দলও চরমে। গ্রুপিং ও বিভিন্ন সমস্যায় জর্জরিত পাকিস্তান দল। টিম ম্যানেজম্যান্ট, বোর্ডসহ সব জায়গাতেই অস্বস্তি বিরাজ করছে।
সবাই সমালোচনায় মেতেছেন ক্রিকেটার, টিম ম্যানেজম্যান্ট ও বোর্ডের। এর মধ্যেই এবার সমালোচনার আগুনে ঘি ঢাললেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কোচ খুশি নন মোটেও মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে দলে নেওয়ায়। এই তারকা জানিয়েছেন, লোভে পড়ে আমির আর ইমাদকে দলে নেওয়া হয়েছে। তারা পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন।
পিটিভি স্পোর্টসের ‘গেম অন’ অনুষ্ঠানে হাফিজ বলেন, ‘তারা (পিসিবি) লোভের বশে তাদেরকে (আমির-ইমাদ) দলে নিয়েছে। পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করে দেওয়া খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে তারা।’
হাফিজ আরও বলেন, ‘৬ মাস আগে যখন তাদের পাকিস্তানের হয়ে খেলতে বলা হলো, তারা বলেছিল লিগ খেলবে। এখন বিশ্বের কোথাও লিগ নেই, তারা বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপে তারা এমনভাবে খেলছে, যেন এটা আরেকটি লিগ।’
ফিক্সিং করার সাজা ভোগ করে আমিরের আবারও দলে ফিরে আসা কখনোই মানতে পারেননি হাফিজ। অতীতে সমালোচনা করেছিলেন। এবারও যখন ফেরানো হয়েছে, তখন সমালোচনা করেন তিনি। এবার সরাসরি আরও একবার তোপ দাগলেন। একইসাথে কাঠগড়ায় দাঁড় করালেন ইমাদ ওয়াসিমকেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post