লো-স্কোরিং ম্যাচ জিতে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হবিগঞ্জের রিচি স্কুল

0
90

নিজস্ব প্রতিবেদকঃ শেষ হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের সিলেট বিভাগীয় পর্যায়ের খেলা। ফাইনালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের রিচি হাই স্কুল। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল অবশ্য লো-স্কোরিং হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে মাত্র ৪৮ রানে গুঁটিয়ে যায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক সালমান আহমেদ সর্বোচ্চ ২ বাউন্ডারিতে ১২ বলে ১০ রান করেন। এর বাইরে আর কেউই ব্যক্তিগত রানের কোটা দুই অঙ্ক পার করতে পারেননি।

রিচি হাই স্কুলের হয়ে ৮ ওভারে ১ মেইডেনসহ ১৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আতাউর রহমান সোহান। এছাড়া ২টি করে উইকেট লাভ করেন তানভীর ও ইমরান।

৪৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও তুলনামূলক আক্রমণাত্বক ক্রিকেট খেললেও, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল রিচি হাই স্কুল। বেশ কয়েকটি উইকেট হারিয়ে বসেছিল দল। শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ২৪ বলে ২ বাউন্ডারি ও ১ ছয় হাঁকিয়ে ২০ রান করে রিচির জয়ের নায়ক আতাউর রহমান সোহান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও নৈপুণ্য দেখিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের হয়ে ৭ ওভার বল করে ১ মেইডেনসহ ১৮ রান খরচায় একাই ৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন সাগর সরদার। তবে দলের রান অনেক কম হওয়ায়, আর জয়ের দেখা পায়নি দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here