স্পোর্টস ডেস্কঃ কোচ বদলিয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারল না চেলসি। শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। গত সপ্তাহে টানা ব্যর্থতার কারণে চেলসি বরখাস্ত করে কোচ গ্রাহাম পটারকে। তাঁর জায়গায় দলের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে।
চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছর পর ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরেছিলেন ল্যাম্পার্ড। কিন্তু ৪৪ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডারের শুরুটাও হলো হারের হতাশা দিয়ে। উলভসের মাঠে প্রথমার্ধে হজম করা গোলটি শোধ দিতে পারে নি ল্যাম্পার্ডের শিষ্যরা। ৩১ মিনিটে গোলটি করেন মাথেউস নুনেস।
চলতি লিগে নবম হারের তেতো স্বাদ পাওয়া চেলসি ৩০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। জিতলেও ৩১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে উলভারহ্যাম্পটন। শীর্ষে থাকা আর্সেনাল ২৯ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট পেয়েছে। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০