ল্যাম্পার্ড অধ্যায়ে চেলসির ‘প্রথম’ জয়

0
54

স্পোর্টস ডেস্কঃ অবশেষে চেলসিতে জয়ের স্বাদ পেলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয় মেয়াদে স্টামফোর্ড ব্রিজের দলটিতে দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ হারের তেতো স্বাদ পেয়েছিলেন সাবেক এই মিডফিল্ডার। এবার পেলেন অধরা জয়। প্রিমিয়ার লিগে শনিবার এফসি বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি।

কোচ বদলিয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না চেলসি। টানা ব্যর্থতায় গত মাসে গ্রাহাম পটারকে বরখাস্তের পর ল্যাম্পার্ডকে বাকি মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয় ব্লুজরা। ক্লাবটি থেকে বরখাস্ত হওয়ার দুই বছরের একটু বেশি সময় পর ফের পুরনো ঠিকানায় ফেরেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। কিন্তু তিনিও টানা ৬ হার দেখান প্রিমিয়ার লিগের সফলতম দলটিকে।

ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে শুরুতে কনর গ্যালাঘার চেলসিকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধেই সমতা টানে স্বাগতিকরা। ২১তম মিনিটে গোল করেন মাতিস ভিনা। ৮২তম মিনিটে বেনোয়া বাদিয়াশিলা সফরকারীদের আবার এগিয়ে নেওয়ার তিন মিনিট পর তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ল্যাম্পার্ডের শিষ্যরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ের স্বাদ পেল চেলসি। এই জয়ের পরও ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে আছে চেলসি। ম্যাচ বাকি আর ৪টি। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে আছে মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলে আসা আর্সেনাল। যদিও লিগের শেষদিকে এসে খেই হারিয়েছে মিকেল আর্তেতার দল। এখন পর্যন্ত শীর্ষে থাকা সিটির চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে গানাররা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here