স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা জিততে পারত স্বাগতিক উইন্ডিজ। তবে হলো না। শুক্রবার ক্যারিবীয়রা শেষমেশ পুড়ল ৩ রানের আক্ষেপে। সফরকারীদের করা ৩০৯ রানের জবাবে ওপেনার শাই হোপ দ্রুত ফিরলেও কাইল মায়ার্সের ৭৫, শামার ব্রুকসের ৪৬ রানের ইনিংসে শিখর ধাওয়ানের দলকে চাপে রেখেছিল স্বাগতিকরা। তবে দুই ওভারের ব্যবধানে ব্রুকস আর মায়ার্সের দুই জনই বিদায় নেন। ফলে তারা চাপে পড়ে যায়।
ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে দারুণ খুশি উইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচের পরে তিনি বলেন, ‘এটা আমাদের কাছে একটা জয়ের মতোই। এটা অনেকটা তিক্ত মিষ্টি। কিন্তু হ্যাঁ আমরা ৫০ ওভার ব্যাট করার কথা বলেছিলাম। এবং সবাই দেখেছে আমরা কী করতে পারি এবং আশা করি আমরা এখান থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারব। সিরিজের বাকি অংশের দিকে তাকিয়ে রয়েছি।’
পুরান আরো বলেন, ‘এটি একটি ভালো ব্যাটিং ট্র্যাক ছিল এবং আমাদের বোলাররা তাদের একটা নির্দিষ্ট রানে আটকে প্রশংসনীয় কাজ করেছে। এই হারাটা কঠিন কিন্তু আমরা এটাকে গ্রহণ করব। আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আমি সবাইকে বলেছি যে আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু ইতিবাচক দিকে ফোকাস করা গুরুত্বপূর্ণ।’