স্পোর্টস ডেস্ক:: অল্পের জন্য প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হয়েছে আর্সেনালের। শিরোপা হাতছাড়া হলেও দলের শক্তি কমাচ্ছে না দলটি। দুর্দান্ত মৌসুম কাটানোতে বড় অবদান ছিলো মিডফিল্ডার বুকায়ো সাকার।
মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা বঞ্চিত দলটি ইংলিশ এই তারকার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। করেছে নতুন চুক্তি স্বাক্ষর। এক বিবৃতিতে আর্সেনাল সাকার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।
এই মৌসুমে সাকা আর্সেনালের জার্সিতে ১৪ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১১টি গোল। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সাফল্যের বড় কারিগরও তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৮টি ম্যাচ।
ইংলিশ ক্লাবটি চুক্তির মেয়াদ না জানালেও বিবিসি জানিয়েছে, ২০২৬-২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। ২১ বছর বয়সী এই তারকা মিড ফিল্ডার আর্সেনালের মধ্যমাঠের ভরসা হয়েই থাকলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০