নিজস্ব প্রতিবেদকঃ বিপিএল চলাকালীন রোববার অনুশীলনে মাথায় আঘাত পান মুস্তাফিজুর রহমান। নেটে অনুশীলন করা ব্যাটারদের মধ্য থেকে একটি বল হুট করে আঘাত হানে মুস্তাফিজুর রহমানের মাথার বাম পাশে। আর সেই আঘাতে সাথে সাথে রক্ত ঝরে মাথা থেকে, মাটিতে লুটিয়ে পড়েন ফিজ। ফিজিওর তত্ত্বাবধানে মাঠে প্রাথমিক চিকিৎসা চলে।
প্রাথমিক চিকিৎসা শেষ করে দ্রুতই তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মূস্তাফিজকে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে। কী অবস্থায় রয়েছেন এখন ফিজ, সেটি সম্পর্কে জানিয়েছিলেন তাদের ফিজিও জাহিদুল ইসলাম সজল।
তিনি জানান, মুস্তাফিজের সিটি স্ক্যান করানো হয়েছে। আপাতত বড় কোনো ধরনের সমস্যা ধরা পড়েনি, শঙ্কামুক্ত আছেন এই বাঁহাতি পেসার। মাথায় ৫টি সেলাই লেগেছে। ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে মুস্তাফিজকে। বিসিবি চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরির সাথেও যোগাযোগ রাখছে কুমিল্লা কর্তৃপক্ষ।
এর মধ্যেই নতুন তথ্য জানাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। সোমবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এখন পুরোপুরি শঙ্কামুক্ত ফিজ। এখন অবস্থান অনেকটা স্বাভাবিক আছে। যে জায়গায় সেলাই করা হয়েছিল, সেখানে আজ থেকে শুরু হয়েছে ড্রেসিং। কাটার মাস্টারকে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post