নিজস্ব প্রতিবেদকঃ টানা খেলার ধকল নিয়ে ওয়ানডে সিরিজের পর থেকে আছেন ছুটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে নির্ধারিত দুই দিনের অনুশীলনে ছিলেন না। হালকা চোট সমস্যার কারণে ঢাকায় করিয়েছিলেন স্ক্যান। আর সেই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ শিবিরে যোগ দেন শরিফুল ইসলাম। এতকিছুর পরও পরদিন সকালেই শরিফুলকে টেস্ট খেলতে নামিয়ে দিয়েছে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টাইগার পেসারের সাথে আরও দুই পেসার নেওয়া হয়েছে। আর তারা হলেন খালেদ আহমেদ ও নাহিদ রানা। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের একাদশে ঠাই হয়েছে খালেদের। অপরদিকে দেশের জার্সিতে ১০৩ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে নাহিদ রানার।
আগের দিন অনুশীলনে আঙ্গুলের চোট সমস্যায় থাকা জাকির হাসানও রয়েছেন একাদশে। দুই স্পিনার হিসেবে খেলানো হয়েছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে। সব মিলিয়ে বাংলাদেশের একাদশে তিন পেসারের সাথে দুই পেসার। পাঁচ বোলার নিয়ে খেলছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানা।
শ্রীলঙ্কা একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), নিশান মদুশঙ্কা, দিমূথ করুণারত্নে,কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
Discussion about this post