শচীনের ছক্কার রেকর্ড এখন ধোনীর দখলে

0
19

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে রেকর্ডের রাজপুত্র শচীন টেন্ডুলকারের ছক্কার রেকর্ডটি নিজের দখলে নিলেন ভারতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী।

ধোনী রোববার  নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনটি ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড করেন। ম্যাচে ধোনী ছয়টি চার আর তিনটি ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন।

এতদিন ভারতের হয়ে সর্বোচ্চ ১৯৫ টি ছয় মারার রেকর্ড ছিল শচীনের। আর রোববারের ম্যাচের পর ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ১৯৬ টি ছক্কার মালিক এখন ধোনি।

পাশাপাশি ওয়ানডেতে অধিনায়ক হিসেবেও ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ধোনির দখলে। তিনি ভেঙেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ১২৩ ছক্কার রেকর্ড। গত ম্যাচের ৩ ছক্কায় অধিনায়ক ধোনির খাতায় এখন ছক্কা ১২৫টি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সিটু/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here