গলে অভিষেক, গলে শততম টেস্ট

0
18

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে শততম টেস্ট খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে ষষ্ঠ শ্রীলঙ্কান হিসেবে শততম টেস্ট খেলার ইতিহাস গড়লেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া বিশ্বের ৭১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন লঙ্কানদের সাবেক এই অধিনায়ক।

২০০৯ সালের জুলাইয়ে এই গল স্টেডিয়ামে একই দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিলো ম্যাথিউজের। এখানে নিজের ৫০তম টেস্টও খেলেছিলেন তিনি। ২০১৩ সালে লঙ্কানদের টেস্ট অধিনায়কত্বও পাওয়া ম্যাথিউজ ২০১৭ পর্যন্ত এই দায়িত্ব সামলান। তার অধীনে ৩৪ টেস্টে ১৩টিতে জয়, ১৫টিতে হার ও ৬টিতে ড্র করেছিলো শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে ম্যাথিউজের আগে শততম টেস্ট খেলেছেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস ও সনাথ জয়সুরিয়া। এবার তাদের সাথে তালিকায় নাম লেখালেন ম্যাথিউজ। দ্বীপ দেশটির হয়ে মর্যাদার টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জয়াবর্ধনে। ১৪৯ ম্যাচ খেলে অবসরে গেছেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া সাঙ্গাকারা ১৩৪, মুরালিধরন ১৩১, ভাস ১১১ ও জয়সুরিয়া ১১০ ম্যাচ খেলেছেন সাদা পোশাকে।

শততম টেস্টের আগে ৯৯ ম্যাচে ৬৮৭৬ রান করেছেন ম্যাথিউজ। ১৩টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। ব্যাটিং গড়-৪৫ দশমিক ২৩। অধিনায়ক হিসেবে ৩৪ ম্যাচের ৬৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২৮০২ রান করেন ম্যাথিউজ।

নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন ম্যাথিউজ। হাফ-সেঞ্চুরির আগে তাকে আউট করেছেন শাহিন আফ্রিদির চোটে পাকিস্তান একাদশে সুযোগ পাওয়া স্পিনার নোমান আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here