স্পোর্টস ডেস্ক: এক দেশ বিশ্ব ফুটবলে পরাশক্তি, আরেক দল বিশ্বকাপের জনক। সেই আর্জেন্টিনা-উরুগুয়ে শতবর্ষী বিশ্বকাপ এক সঙ্গে আয়োজনে সম্মত হয়েছে। প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল উরুগুয়ে, ১৯৩০ সালে। শতবর্ষী বিশ্বকাপ উপলক্ষে ২০৩০ সালের বিশ্বমঞ্চ বসার কথা উরুগুয়েতে। তবে উরুগুয়ের সঙ্গে যৌথ ভাবে বিশ্বকাপটি আয়োজন করবে আর্জেন্টিনা।
২০৩০ বিশ্বকাপ একসঙ্গে আয়োজন করার ইচ্ছের কথা জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি মাউরিসিও ম্যাকরি এবং উরুগুয়ের রাষ্ট্রপতি তাবারেজ ভাজকুয়েজ।
আর্জেন্টাইন রাষ্ট্রপতি ম্যাকরি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা উরুগুয়ের সঙ্গে যৌথভারে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চাই। দুই দেশ যদি একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করতে পারি তাহলে নিশ্চয় সফলভাবে প্রতিযোগিতা আয়োজন করতে পারবো।’
উরুগুয়ের রাষ্ট্রপতি তাবারেজ জানান, ‘আমরা আর্জেন্টিনার সঙ্গে কাজ করতে চাই। আর বিশ্বকাপের সফল আয়োজন নিয়ে আমি মেসি (আর্জেন্টাইন দলপতি) এবং লুইস সুয়ারেজের (উরুগুয়ের তারকা) সঙ্গেও কথা বলেছি। এটা হবে দারুণ একটা ব্যাপার। ওদের নিশ্চয়ই এই প্রস্তাব পছন্দ হয়েছে।’
বিশ্বকাপের জনকরা প্রথবার আয়োজন করে বিশ্বট্রফি জিতে ছিলো। উরুগুয়ের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপের ম্যাচগুলো। ১৮টি ম্যাচ হয়েছিল সেবার। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে উরুগুয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০