শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার করেছে সবাই- সহ-অধিনায়ক বিজয়

0
123

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের ক্রিকেটাররা অঙ্গীকার করেছেন, নিজেদের উজাড় করে দেওয়ার। খুব ভালো পরিস্থিতিতে আছে দল। সবাই আছেন ফুরফুরে মেজাজে। এশিয়া কাপের জন্য সবার ভালো প্রস্তুুতি হচ্ছে। নিজেদের সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার করেছেন ক্রিকেটাররা।

শুক্রবারের অনুশীলন শেষে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক এনামুল হক বিজয় জানিয়েছেন এসব কথা। টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের অধীনে দারুণ সময় কাটছে। খুব ভালো একটা মিটিং হয়েছে বলেও জানান এই ওপেনার। দলের সবাই অনুশীলনে খুব মনযোগী হয়েছেন জানিয়েছেন তিনি।

দুবাই থেকে পাঠানো বার্তায় বিজয় জানিয়েছেন, সবাই সামর্থ্যের চেয়ে শতভাগ বেশি দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘ আমরা সবাই মনে করছি দারুণ একটি প্রভাব ফেলতে পারবো। টিমকে যতটুকু দেয়অর সামর্থ্য আছে তার থেকে শতভাগ বেশি দেয়ার চেষ্টা করবো সবাই। এই অঙ্গীকার সবাই করেছে, এবং এটা বিশ্বাস করি যে আমরা পারবো।’

নতুন কোচের অধীনে দারুণ একটা মিটিং হয়েছে জানিয়ে বিজল বলেন, ‘আসলে শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। ব্যাটিং, বোলিং-স্পিন বিভাগ, ফিল্ডিং বিভাগ আমরা কিভাবে কী করব, এটা আসলে আমরা পরিস্কার মনোভাব নিয়ে আছি। প্রতিটি ক্রিকেটার জানে তাদের কাজটা কী।’

অনুশীলনে সবাই মনযোগী জানিয়ে তিনি আরো বলেন, ‘সাকিব ভাই থেকে শুরু করে টিমের সিনিয়র-জুনিয়র ক্রিকেটার যারা আছে সবাই আন্তরিক, এবং খুবই মনোযোগী অনুশীলনে। দুই দিন অনুশীলন করে মনে হচ্ছে আমরা খুব ভালো প্রস্তুুত নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী কার কি রুটিন, কার কি দায়িত্ব এগুলো খুবই মনযোগের সঙ্গে করার চেষ্টা করছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here