শতরানের আগেই ফিরলেন মুশফিক, দলকে টানছেন শান্ত

0
47

নিজস্ব প্রতিবেদক:: তৃতীয় উইকেটে প্রতিরোধের চেষ্টা করে ফিরে গেলেন মুশফিকুর রহিম। তার বিদায়ে শত রানের আগেই তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে দলকে টানছেন নাজমুল হোসেন শান্ত। এখনো পর্যন্ত ইনিংস সর্বোচ্চ রান করে অপরাজিত আছেন তিনি।

লিটন, তামিম পর এবার মুশফিকের বিদায়ে দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেট হারালো টাইগাররা। ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে তুলে মার গিয়ে মার্ক উডের হাতে বন্দী হন তিনি। এক ছক্কায় ৩৪ বলে ১৭ রান করেছেন তিনি।

বাংলাদেশ দল পঞ্চম ওবারের পঞ্চম বলে দলীয় ৩৩ রানেই হারিয়েছে প্রথম উইকেট। এক ছক্কায় ১৫ বলে ৭ রান করেছেন এই ওপেনার। ফিল্ড আম্পায়ার ক্রিস ওয়াকসের আবেদনে সাড়া দেন। লিটন দাস রিভিউ নিয়ে যান তৃতীয় আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন।

লিটনের বিদায়ের পর তামিম ইকবালও ফিরেন সাজঘরে। দলীয় অর্ধশতক পেরুতেই অধিনায়ককে বোল্ড করে দেন মার্ক উড। ৫১ রানের মাথায় ইনিংসের ১০ম ওভারের তৃতীয় বলে প্যাভেলিয়নে ফেরার আগে টাইগার অধিনায়ক ৩২ বলে ২৩ রান করেছেন।

এ প্রতিবদেন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২০.২ ওভার শেষে ৩ উইকেটে ৯৪ রান। ৩৮ রানে অপরাজিত থাকা শান্তকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here