নিজস্ব প্রতিবেদক:: সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ শতরান পেরিয়েছে। অধিনায়ক শান্তর দারুণ এক ইনিংসের বড় দলের সংগ্রহকে বড় করার চেষ্টা করছিলেন তওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। তবে জুটি বড় করতে পারেননি তারা। সাকিব ফিরেছেন সাজঘরে। বাংলাদেশ হারিয়েছে পঞ্চম উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৬.২২ ওভারে পাঁচ উইকেটে ১০৪ রান। ১ মাহমুদউল্লাহ ও ২২ রানে তাওহীদ হৃদয় অপরাজিত আছেন।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। দলের রানের খাতা খুলার আগেই ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ডাক মেরে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তার বিদায়ের পর উইকেটে আসা শান্ত লিটন দাসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৫৮ রান। ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে দলীয় ৫৮ রানে লিটনের বিদায়ে ভাঙে সেই জুটি। বাংলাদেশের এই ওপেনার দুই চারে ২৫ বলে ১৬ রান করেন।
দুই ওপেনারের বিদায়ের পর চারে নেমে পড়েন রিশাদ হোসেন। দ্রুত রান তুলার পরিকল্পনাতেই মাঠে নামা তার। তবে কাজে আসেনি এই পরিকল্পনা। তৃতীয় উইকেটে তিনি ফিরেন দ্রুতই। ইনিংসের দশম ওভারের শেষ বলে দলীয় ৬৭ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরেন লেগ স্পিন অলরাউন্ডার। চার বলে করেন ২ রান। চতুর্থ উইকেটে তাহওীদ হৃদয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক শান্ত। ১৭ রানের জুটির পরপরই জাম্পার লেগবিফোরের ফাঁদে পড়েন তিনি। ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে দলীয় ৫৪ রানের মাথায় অধিনায়কের বিদায়ে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পাঁচ চার ও এক ছক্কায় ৩৬ বলে ৪১ রানের দারুণ এক ইনিংস খেলেন টাইগার অধিনায়ক।
পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ১৯ বলে ১৯ রানের জুটি গড়ে সাকিব ফিরেন প্যাভেলিয়নে। ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে দলীয় ১০৩ রানের মাথায় টাইগার অলরাউন্ডারকে সাজঘরে পাঠান স্টয়নিস। ১০ বলে ৮ রান করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post