শত রান পেরিয়েই এক রানে নেই দুই উইকেট

0
27

স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটের বাইশ গজে জোড়ায় জোড়ায় উইকেট হারানো বাংলাদেশের পুরনো অভ্যাস। এবার সেন্ট লুসিয়া টেস্টেও টিক একই ঘটনা ঘটলো। দুই উইকেটে শতরান পেরুনো বাংলাদেশ এক রানের মধ্যেই হারিয়েছে আরো দুই উইকেট। জয়, তামিমের পর শান্ত, বিজয়ও ফিরেছেন তালে তাল মিলিয়ে।

দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ কিছুটা ভাল শুরু করেছিলো। তবে হতাশ করেন মাহমুদুল হাসান জয়। তার বিদায়ের পর শান্তকে নিয়ে এগুচ্ছিলেন তামিম ইকবাল। দুর্দান্ত ব্যাট করা এই ড্যাশিং ওপেনার হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই ফিরলেন।

ইনিংসের ১২ ওভার পর্যন্ত নিরাপদেই কাটায় বাংলাদেশ। ১৩তম ওভারের দ্বিতীয় বলে ওপেনার জয় ফিরে গেলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। ৩১ বলে এক চারে ১০ রান করেন এই ওপেনার। তার বিদায়ের পরও অবিচল ছিলেন তামিম ইকবাল। ফিফটি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে তিনি ফিরেন সাজঘরে। দলীয় ৬৮ রানে তার বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। ৪৬ রানের ইনিংসেই তিনি ৯টি বাউন্ডারি হাঁকানা। ৬৭ বল খেলেন এই ওপেনার।

তামিমের বিদায়ের পর ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলে শতরা পেরুনো বাংলাদেশ ১০৫ রানে হারায় তৃতীয় উইকেট। ব্যক্তিগত ৩৩ বলে ২৩ রানে ফিলিপসের এলবিডাব্লিউ’র ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন বিজয়। তার বিদায়ের পর শান্ত ফিরেন পরের ওভারেই। দলীয় ১০৫ রানেই বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। ৩৫তম ওভারের দ্বিতীয় বলে মায়ার্সের বলে তিনিও এলবিডাব্লিউ হন ব্যক্তিগত ২৬ রানে। ৭৩ বলের ইনিংসে চারটি চার হাঁকান তিনি। তার আগে দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দরের সংগ্রহ ৩৭.৩ ওভারে ৪ উইকেটে ১২১ রান। ১২ রানে লিটন ও ৮ রানে সাকিব আল হাসান অপরাজিত আছেন।

ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত ফিলিপ ২টি, জোসেপ ও মায়ার্স ১টি করে উইকেট নিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here