শফিকের বীরোচিত ইনিংসে ইতিহাস গড়ে জিতল পাকিস্তান

0
22

স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছিল গল টেস্টের পঞ্চম ও শেষ দিন। কে জিতবে এই নিয়ে দোলাচল ছিল। যদিও চতুর্থ দিন শেষে এগিয়ে ছিল পাকিস্তান দলই। শেষ পর্যন্ত সেই পাকিস্তানই গলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। স্বাগতিকদের দেওয়া ৩৪২ রানের লক্ষ্য টপকে যায় সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি পাকিস্তানের। এই লঙ্কানদের বিপক্ষেই ২০১৫ সালে রেকর্ড ৩৭৭ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান, সেটা পাল্লেকেল্লেতে। যেটা অক্ষত থাকলেও, দ্বিতীয় স্থানে চলে এসেছে এবারের গল টেস্টের জয়। এছাড়া গল স্টেডিয়ামের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি।

আর এই জয় এনে দেওয়ার কারিগর আব্দুল্লাহ শফিক। ক্যারিয়ার সেরা ১৬০ রানের বীরোচিত এক ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন শফিক। যা কিনা স্মরণীয় হয়ে থাকবে।

পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের জয়ের প্রয়োজন ছিল ১২০ রান। আর শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ উইকেট। তবে সেই জায়গায় কেবল ৩টি উইকেট নিতে পারে লঙ্কানরা। অপরদিকে এক প্রান্ত আগলে ধরে খেলে পাকিস্তানকে ৪ উইকেটের জয় এনে দেন শফিক। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

মোহাম্মদ রিজওয়ানের সাথে শফিকের ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিটি ভাঙে ৭১ রানে। যখন কিনা পাকিস্তানের দলীয় রান ২৭৬। দলের জয়ের ভিত ততক্ষণে গড়ে যায়। এরপর আঘা সালমান ও হাসান আলির উইকেট হারায় পাকিস্তান। তবে মোহাম্মদ নওয়াজকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করে একেবারে মাঠ ছাড়েন শফিক। জয় থেকে মাত্র ১১ রান দূরে থাকতে বাঁধা দেয় বৃষ্টি। তবে শেষ পর্যন্ত বড় কোনো বাঁধা হতে পারেনি এই বৃষ্টি।

পাকিস্তানের হয়ে ৪০৮ বলে মাত্র ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ১৬০ রানের ক্যারিয়ার ইনিংস খেলে অপরাজিত ছিলেন শফিক। ২২ বছর বয়সী ওপেনারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। ১০৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজানো তার ইনিংস। ৪০ রানের ইনিংস খেলেন রিজওয়ান।

শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সুরিয়া ৫৬.২ ওভার বল করে ১০ মেইডেনসহ ১৩৫ রান খরচায় ৪ উইকেট নেন। মাত্র এক উইকেটের জন্য ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই বল করে টানা পাঁচ উইকেট নেওয়ার কীর্তি হলো না। রমেশ মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা ১টি করে উইকেট লাভ করেছেন।

এর আগে ম্যাচের ও নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ম্যাচের দ্বিতীয় ও নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৮ রানে অলআউট হয় পাকিস্তান। ৪ রানের লিড নিয়ে ম্যাচের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৩৭ রানে। যার ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here