স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটে মেধার পরিচয় দিয়ে দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। বড় বড় ম্যাচগুলোতে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। দারুণ সফল হচ্ছেন। তার বিরুদ্ধে রিভিউ নিয়ে দলগুলোর সফলতার হার নেই বললেই চলে। দ্রুত সঠিক সিদ্ধান্তে দারুণ কার্যকরীয় হওয়ায় বিশ্ব ক্রিকেটে বাড়ছে তার কদর।
শরফুদ্দৌলার বিরুদ্ধে রিভিউ নিয়ে বারবার ব্যর্থ হয়েছেন ক্রিকেটাররা। বহু ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে। এবার টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এই বাংলাদেশী। অস্ট্রেলিয়া-ভারতের চলমান টেস্টে তিনি টিভি আম্পায়ার। তার একটি সিদ্ধান্তে অসন্তুুষ্ট হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি নিতে চাই ছিলেন রিভিউ। তবে সেটা প্রত্যাখান করেছেন মাঠের আম্পায়াররা।
ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভার। প্যাট কামিন্সের করা বল মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে। ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি সরাসরি স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে গেছে কি না সেটা শতভাগ নিশ্চিত হতে পারেননি অনফিল্ড আম্পায়ার গফ। সিদ্ধান্তের জন্য তিনি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার সহযোগিতা চান।
রিপ্লে দেখে মেলবোর্ন টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সিদ্ধান্ত জানান নটআউট। তার এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক! সিরাজের ব্যাটে লেগে বল স্মিথের হাতে গেলেও তাঁর হাতে যাওয়ার আগে বল মাটিতে ড্রপ করেছে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। দু’বার রিপ্লে দেখে সৈকত নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এসময় রিভিউ নেওয়ার আবেদন করেন। আগেরটি ছিলো অনফিল্ড আম্পায়ারের। এবার তাই প্যাট কামিন্স রিভিউ চান। মাঠের দুই আম্পায়ার গফ ও জোয়েল উইলসন অস্ট্রেলিয়া অধিনায়কের আবেদন প্রত্যাখ্যান করেন। একই সিদ্ধান্ত দুবার রিভিউ হবে না, না কি অন্য কোনো কারণ দেখানো হয়েছে তা অবশ্য জানা যায়নি।
এসময় ধারাভাষ্যকাররাও কথা বলেন বিষয়টি নিয়ে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেন,, এমন কিছু তিনি আগে দেখেননি, ‘ইন্টারেস্টিং। এমন কিছু আমি আগে দেখিনি। আপনি (আম্পায়ার) আপনার সিদ্ধান্তের জন্য এটিকে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাচ্ছেন। কিন্তু আমি (কামিন্স) এখন রিভিউ নিতে চাই। আমার মনে হয় এটি (রিপ্লে) আরও গভীরভাবে দেখা উচিত ছিল।’
ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও বলছেন খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় আম্পায়ার, ‘ব্যাটে লাগার পর বল মাটিতে লেগেছে এটা আম্পায়ার জানিয়েছেন। সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হয়েছে, খুবই দ্রুত। মাত্র দুবার রিপ্লে দেখা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০