নিজস্ব প্রতিবেদক:: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পেসার শরিফুলের আগুনে বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। গাজী গ্রুপ শরিফুলের বোলিং তোপে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়। তানজীদ তামিমের হাফ সেঞ্চুরিতে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে রূপগঞ্জ।
বিকএসপির তিন নম্বর মাঠে অনুষ্টিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স চরম বাজে ব্যাটিং করেছেন। মাত্র চার রানের মধ্যেই ছয় উইকেট হারায় গীজ গ্রুপ। এনামুল হক বিজয়ের দল শেষ পর্যন্ত ৩৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায়। রূপগঞ্জের পেসার শরিফুল দশ ওভার বল করেছেন। ৬০ বলের মধ্যে ডট নিয়েছেন ৫০টি বল। শিকার করেছেন চারটি উইকেট। তার আগুনে বোলিংয়ে ধ্বসে পড়ে গাজীর ব্যাটিং লাইন।
শরিফুল-তানভীরদের বোলিং তোপে পড়ে গাজীর টপঅর্ডার ব্যাটাররা চরম ব্যর্থ হন। ছয় নম্বরে ব্যাট করতে নামা পারভেজ জীবন পর্যন্ত কোনো ব্যাটারই এক অঙ্কের কোটা পেরুতে পারেননি। সাতে নামা তোফায়েল ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ৫৯ বলে দুই বাউন্ডারিতে। ইনিংস সর্বোচ্চ ২৬ রনা করেছেন আব্দুল গাফফার। ৫০ বলের ইনিংসে দুই চার হাঁকিয়েছেন তিনি। ৭৭ বলে ১৮ রান করেছেন ওয়াসি সিদ্দীক।
রূপগঞ্জের হয়ে শরিফুল ১০ ওভারে তিন মেডেনে ১৪ রানে চারটি ও তানভীর ১০ ওভারে তিন মেডেনে ২৩ রানে তিনটি উইকেট লাভ করেন।
৯৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নামা রূপগঞ্জের দুই ওপেনার সাইফ হাসান ও তানজীদ হাসান তামিম ম্যাচ শেষ করে দেন। দশ চার ও দুই ছক্কায় ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন তামিম। পাঁচ বাউন্ডারিতে ৩৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সাইফ হাসান।
ম্যাচ সেরা হয়েছেন শরিফুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০