নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সাবেক অধিনায়ক ইমরুল কায়েস। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৪৭ রান। হ্যাটট্রিক ওভারে শরিফুল নেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই বিদায় নেন ১৬ বলে ১৩ রান করা অধিনায়ক লিটন দাস। এরপর দ্বিতীয় উইকেটে ইমরুল ও হৃদয় গড়েন ১০৭ রানের জুটি। দলীয় ১৩০ রানে হাফ সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে তাসকিনে শিকারে পরিণত হন হৃদয়। তার আগে হৃদয় ৪১ বলে ২ ছক্কা ও ১ চারে ৪৭ রান করেন। এক রান পরই বিদায় নেন ৫৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রান করা ইমরুল।
এরপর ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম একে একে তিনি তুলে নেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। সব মিলিয়ে বিপিএলের সপ্তম।
Discussion about this post