স্পোর্টস ডেস্কঃ অবশেষে ক্যারিবিয়ানদের উদ্বোধনী জুটি ভাঙতে পারল বাংলাদেশ। শত রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন তিনি। পরবর্তীতে সেই সাফল্যের ধারা ধরে রাখেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।
সেইন্ট লুসিয়ায় চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগের দিনের বিনা উইকেটে করা ৬৭ রান নিয়ে ফের ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে উইন্ডিজ। সেই রানের সাথে আরও ৩৩ রান বাড়িয়ে নেওয়ার পর নিজেদের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ফিফটির পথে থাকা ক্যাম্পবেল ফিরে যান শরিফুলের শিকারে পরিণত হয়ে। ৭৯ বলে ৬ বাউন্ডারিতে ৪৫ রান করেন তিনি।
শর্ট পিচ ডেলিভারির সাথে অতিরিক্ত বাউন্সে আসা বল পুল করতে যান ক্যাম্পবেল। কিন্তু গতি আর বাউন্সের কাছে পরাস্ত হন। বল গ্লাভসে লেগে সরাসরি চলে যায় উইকেটরক্ষক ব্যাটার নুরুল ইসলাম সোহানের হাতে। আর এতেই উল্লাসে মাতেন শরিফুল। বাংলাদেশ এনে দেন প্রথম ব্রেক থ্রু।
ক্যাম্পবেল ফিফটি পূরণ করতে না পারলেও, তার ওপেনিং পার্টনার ক্রেইগ ব্র্যাথওয়েট ঠিকই তুলে নিয়েছেন সেটি। দারুণ ফর্মে থাকা ক্যারিবিয়ান অধিনায়ক হাঁকিয়েছেন নিজের ২৭তম টেস্ট ফিফটি। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম ফিফটি এটি তার। তবে ফিফটি হাঁকিয়েই ফিরে গেছেন প্যাভিলিয়নে। মিরাজের আর্ম ডেলিভারিতে বোল্ডআউট হয়েছেন তিনি। ড্রেসিং রুমের পথ ধরার আগে খেলেন ১০৭ বলে ৭ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস।
এই উইকেটের পর দ্রুতই ফিরেছেন টপ অর্ডারের আরেক ব্যাটার রেইমন রেইফার ও মিডল অর্ডার ব্যাটার ক্রুমাহ বোনার। দুজনই খালেদের বলে বোল্ডআউট হয়েছেন। ৪১ বলে ৩ বাউন্ডারিতে ২২ রান করে রেইফার ফিরেছেন প্যাভিলিয়নে। সদ্য উইকেটে আসা বোনার ৭ বল খেললেও ফিরেছেন ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই, অর্থাৎ ডাক মেরে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ব্র্যাথওয়েট দলের ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন বেশ ভালোভাবেই। দ্রুতগতিতেই রান তুলেন। ওয়ানডে স্টাইলে ব্যাট করে যাচ্ছিলেন তারা। কিন্তু ৯৯ রানে বিনা উইকেট থেকে মূহুর্তেই ১৩২ রানে চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে বিপাকে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজ দলের সবশেষ সংগ্রহ ৪০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩২ রান। সদ্য উইকেটে আসা জার্মেইন ব্ল্যাকউড ৯ বলে ২ রান ও কাইল মায়ার্স কোনো রান না করেই ক্রিজে আছেন এখন। বিধ্বস্ত ব্যাটিং লাইনআপকে দাঁড় করানোর চেষ্টায় তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা