স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোয় আগে ব্যাট করে সাদিরা সামারাবিক্রামা ও কুশাল মেন্ডিসের ফিফটিতে ২৫৭ রান করেছে লঙ্কানরা। অপরাজিত ৭২ বলে ৯৩ রান করেন সাদিরা। আর তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। তিনি ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট। তাসকিন আহমেদও পেয়েছেন ৩ উইকেট।
আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দলীয় ৩৪ রানে দিমুথ করুনারত্নে ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রানে থামেন। পেসার হাসান মাহমুদের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে মেন্ডিস ও নিসাঙ্কা মিলে দলকে এনে দেন ৭৪ রান। তবে এরপর টাইগারদের লড়াইয়ে ফেরান শরিফুল। বাঁহাতি এই পেসারের স্লোয়ার খেলতে ব্যর্থ হয়ে এলবিডব্লিউর শিকার হন নিসাঙ্কা। ৬০ বলে ৫ চারের মারে ৪০ রানে থামে তার ইনিংস।
নিজের পরের ওভারে বোলিংয়ে এসে আবার উইকেট পান শরিফুল। ফেরান মেন্ডিসকে। থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ বল মোকাবিলায় ৫০ রান করেন তিনি। ৬ চার ও ১ ছক্কা আসে তার ব্যাট থেকে।
দলীয় ১৪৪ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। উইকেটের দেখা পান তাসকিন। টাইগার পেসারের স্লোয়ার তুলে মারতে গিয়ে ব্যর্থ হন চারিথ আসালাঙ্কা। মিড অনে থাকা সাকিব তার ডানদিকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে বল তালুবন্দি করে নেন।
২৩ বলে ১০ রান আসে আসালাঙ্কার ব্যাট থেকে। পঞ্চম উইকেট জুটিকে বড় হতে দেননি হাসান। ৩৮তম ওভারে করা তার প্রথম বল বুঝতে ভুল করে কট বিহাইন্ড হন ধনাঞ্জয়া ডি সিলভা। ১৬ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর শ্রীলঙ্কার রান বাড়িয়েছেন সাদিরা সামারাবিক্রমা ও দাসুন শানাকা। ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদিরা। দুজনে মাত্র ৪৭ বলে জুটির হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩১ বলে ২১ রান করা শানাকা বোল্ড হয়েছেন হাসানের বলে স্কুপ খেলতে গিয়ে।
শেষদিকে দুনিথ ওয়েলালাগেকে রান আউট করেছেন হাসান। ইনিংসের শেষ ওভারে মাহিশ থিকশানাকে মুশফিকের ক্যাচ বানিয়েছেন তাসকিন। দারুণ খেলতে থাকা সাদিরাকে সেঞ্চুরি পেতে দেননি তিনি। শেষ পর্যন্ত এই লঙ্কান ব্যাটার অপরাজিত থাকেন ৭২ বলে ৯৩ রানে। ৮ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। বাংলাদেশের তিন স্পিনার সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মেহেদী মিরাজ কোনো উইকেটের দেখা পাননি। শরিফুল ৮ ওভারে ৪৮ রান দিয়ে সেরা দুই উইকেট দখল করেন। শ্রীলঙ্কার নয় উইকেটের মধ্যে আটটিই নিয়েছেন পেসাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post