স্পোর্টস ডেস্ক:: নাসিম শাহ, শাহীন আফ্রিদীরা শুরুতে পারেননি উইকেট তুলে নিতে। অবশেষে ভারতের প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। শাদাব খানের ব্রেক থ্রুতে ১৭তম ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্যের দেখা পেয়েছে দলটি। এরপরই উইকেট শিকার করেছেন শাহীন আফ্রিদীও।
ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে শুভমান গিলকে নিয়ে ১২১ রান তুলেছেন। ১৭তম ওভারের চতুর্থ বলে সাদাবের শিকারে সাজঘরে ফেরার আগে ৫৬ রান করেন রোহিত। ৪৯ বলে ছয় চার ও চার ছয়ে সাজানো ছিলো তার ইনিংসটি।
রোহিতের বিদায়ের পর শুভমান গিলকেও সাজঘরে পাঠান শাহীন আফ্রিদী। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে শাদাবের ক্যাচে পরিণত হন গিল। তার আগে দশ চারে ৫২ বলে ৫৮ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭.৫ ওভারে ১২৪ রান দুই উইকেটে। ২ রানে কোহলি ও ১ রানে লুকেশ রাহুল অপরাজিত আছেন।
কলম্বোতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। গ্রু পর্বের ম্যাচেও তার দল আগে ফিল্ডিং করেছিলো। সেই ম্যাচে শুরুতেই ভারতের টপ অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছিলো নাসিম শাহ, আফ্রিদীরা। তবে এবার আর সেটি পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post