স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্ব ছাড়তে চাইলেও পারলেন না নাজমুল হোসেন শান্ত। আফগান সিরিজে তাকেই অধিনায়ক রেখেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব-আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে।
চন্ডিকা হাথুরাসিংহে বিদায়ের পর দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা।
অসুস্থ থাকায় দলে নেই লিত্ন দাস। বাংলাদেশ দল আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে।
আফগানিস্তানের হোম ভেন্যু আরব-আমিরাতে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুটি ম্যাচ। সিরিজের সব কটি ম্যাচ হবে শারজায়।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।