স্পোর্টস ডেস্কঃ লর্ড শান্ত, মাঠে নামলেই দর্শকদের এমন তোপের মুখে পড়তেন। গ্যালারি থেকে উড়ে আসতো নানা কটুক্তি। তবে দমে যাননি নাজমুল হোসেন শান্ত। নিজের কাজ করে গেছেন তিনি। সব সমালোচনার জবাব দেওয়ার জন্য বেছে নিলেন বিদেশের মাঠ। কঠিন কন্ডিশনে দলকে জেতান সিরিজ।
সিরিজ শেষে তাই সিরিজ সেরার পুরস্কার শান্তর হাতেই উঠল। ইংল্যান্ডের মাঠে গিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। ইংলিশদের মুল্লুকে আইরিশ জয়ের নায়কতো তিনিই। ব্যাট হাতে ১৯৬ রানের সঙ্গে বল হাতে এক উইকেট, সিরিজ শেষে তাই সেরার পুরস্কার উঠল তাঁর হাতেই।
চেমসফোর্ডে গতকালের ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন শান্ত। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১১৭ রানের ঝলমলে ইনিংস আসে বাঁহাতি এই ব্যাটারের। আর বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই ৪৪ রানের ইনিংস। সিরিজে ১৯৬ রান শান্ত করেছেন তিন নম্বরে খেলতে নেমে।
বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের মতে, বাংলাদেশ দলের তিন নম্বর পজিশনে থিতু হয়ে গেছেন শান্ত। ম্যাচ শেষে তামিম বলেন, ‘সে গত দু-তিনটা সিরিজে খুবই ভালো খেলেছে। নিয়মিত রান করছে। তিন নম্বর পজিশনে দীর্ঘদিন ধরে আমরা কাউকে থিতু হতে দেখিনি। আমার মতে, শান্ত দলে নিজের অবস্থান করে নিয়েছে। শুধু রানই করছে না; ফিল্ডিংসহ যেখানে যেভাবে পারছে, সর্বোচ্চটা দিয়ে খেলছে। গ্রেট টিম ম্যান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post