স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কাজ করছেন আইসিসিতে। ছয় বছর পর মাঠে বসে দেখেছেন বাংলাদেশের খেলা। সেই দেখায় হলো তিক্ত অভিজ্ঞতা। বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশ হেরেছে আফগানিস্তানের কাছে। ২৩৫ লক্ষ্যও ছুঁতে পারেনি টাইগাররা। গুটিয়ে গেছে ১৪৩ রানে। ৯২ রানের বড় হার সঙ্গী হয়েছে।
এই ম্যাচ দেখে বিস্মিত হয়েছেন সাবেক অধিনায়ক বুলবুল। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব দেখে অবাক হয়েছেন তিনি। বিস্ময় প্রকাশ করেছেন দলের ব্যাটিং লাইনআপের পরিকল্পনা নিয়েও। এমন বিধ্বস্ত বাংলাদেশকে দেখবেন তিনি প্রত্যাশা করেননি।
সাবেক টাইগার অধিনায়ক ভেবে ছিলেন, তার প্রিয় দল দুর্দান্ত খেলেই জিতবে। ২৩৫ রানের লক্ষ্য যে খুব একটা বড় নয়। তবু তার ভাবনার হিতে বিপরীত হয়েছে। নিজের ক্ষোভ আর বিস্ময়ের কথা তাই গোপন রাখতে পারেননি তিনি। শারজাহ’র ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। জানিয়েছেরন নিজের বিস্ময়ের কথা।
সাবেক এই অধিনায়ক প্রশ্ন তুলেছেন, দলের কি আদৌ কি কোনো পরিকল্পনা ছিলো? টাইগাররা কি কোনো পরিকল্পনা করে ব্যাটিং করতে নেমেছিলো? দলের এমন দায়িত্বহীন ব্যাটিংয়ের পর এমন প্রশ্ন উঠাই স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম লিখেছেন, ‘ছয় বছর পর আজ শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি।’
বাংলাদেশ দল ভালো পরিকল্পনা করে মাঠে নামতে পারেনি। খেলোয়াড়দের শরীরী ভাষা ছিলো বিধ্বস্ত হওয়ার মতো। দ্রুতই দল উন্নতি করবে মন্তব্য করে তিনি লিখেন, ‘সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল; শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।’
তিন ম্যাচর সিরিজের প্রথম ম্যাচটি জিতে আফগানিস্তান লিড নিয়েছে। শারজাহতে আগে ব্যাট করা আফগানিস্তান অধিনায়ক আজমতউল্লাহ শহিদী ও মোহাম্মদ নবীর ব্যাটে ২৩৫ রানের পূঁজি গড়েছিলো। জবাবে খেলতে নামা বাংলাদেশ ২ উইকেটে ১২০ রান করেও জিততে পারেনি। আল্লাহ মোহাম্মদ গাজানফার একাই ধ্বসিয়ে দেন টাইগারদের। তুলে নেন ৬ উইকেট। তাতেই বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার অনুষ্টিত হবে। টাইগার সমর্থকদের প্রত্যাশা দল ঘুরে দাঁড়াবে। ব্যাটসম্যানরা রানে ফিরবেন। সিরিজ জয় করেই বাংলাদেশ দল ওযেস্ট ইন্ডিজ সফরে যাবে। সংযুক্ত আরব-আমিরাতকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে খেলছে আফগানিস্তান। এই সিরিজ শেষে বাংলাদেশ দল পুর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০