নিজস্ব প্রতিবেদকঃঃ নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রান তুলেছে ১৫০ রান। জয়ের জন্য ১৫১ রান করতে হবে জিম্বাবুয়েকে।
ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ১০ রানে সাজঘরে ফিরেন তিনি। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তার বিদায়ের পর দ্রুত ফিরেন লিটনও।
ইনিংসের ৬ষ্ট ওভারের তৃতীয় বলে দলীয় ২৩ রানে ফিরেন লিটন। তিন চারে ১২ বলে ১৪ রান করেন তিনি। তবে ওপেনার শান্ত দুর্দান্ত ব্যাটিং করেন। সাত চার আর এক ছয়ে ৫৫ বলে ৭১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।
অধিনায়ক সাকিব এক চারে ২০ বলে করেছেন ২৩ রান করেন। তরুণ ব্যাটার আফিফ একটি করে চার ও ছক্কায় ১৯ বলে করেছেন ২৯ রান। ৭ রান করেন মোসাদ্দেক। ১ রান আসে সোহানের ব্যাট থেকে। ১রানে অপরাজিত থাকেন রাব্বি।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড ও মুজারাবানি ২ টি করে উইকেট লাভ করেন।