নিজস্ব প্রতিবেদকঃ মিচেল মার্শের ঝড় এবং স্টিভেন স্মিথের দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে হেরে বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের। শনিবার পুনেতে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করেছিল টাইগাররা।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের না থাকায় আজ দায়িত্ব পালন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের এমন পরাজয় নিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় দুই রান আউটই আমাদের মোমেন্টাম পরিবর্তন করে দিয়েছে। আমরা কিন্তু শুরুটা ভালো করেছিলাম তবে ওই রান আউটের কারণে সেই গতিটা হারিয়ে ফেলেছিলাম।’
অধিনায়ক শান্তর দু:খ আরো কিছু রান না করতে পারার, ‘আমরা যদি ৩৪০-৩৫০ স্কোর করতাম তাহলে সেটা অন্যরকম হতে পারত। আমাদের পেস বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে কিন্তু স্পিনাররা মাঝামাঝি ওভারে তেমন ভূমিকা রাখতে পারে নি। মাঝের মধ্য ওভারে আমাদের বোলিং উন্নত করা প্রয়োজন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০