নিজস্ব প্রতিবেদকঃ নাজমুল হোসেন শান্তর পর ফিফটির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথে ছুটছে বাংলাদেশ। চলতি আসরে প্রথম পঞ্চাশের দেখা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় স্পর্শ করলেন এই মাইলফলক।
সব মিলিয়ে বিশ্বকাপে সাকিবের একাদশ ফিফটি এটি। ওয়ানডে ক্যারিয়ারে ৫৬তম। এর সঙ্গে ৯টি সেঞ্চুরি রয়েছে তার। ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৮ রান। জয়ের জন্য বাকি ২৪ ওভারে প্রয়োজন আর ১১২ রান। নাজমুল হোসেন শান্ত ৮১ বলে ৭৮ ও সাকিব ৪৮ বলে ৫১ রানে খেলছেন। দুজনের তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ১১৮ বলে ১২৭ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০