নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের একেবারে প্রথম বলেই সাজঘরের ফিরেন ওপেনার জাকির হাসান। মিরপুরের হোম অব ক্রিকেটে সবুজ ঘাসের উইকেটে খেলতে নেমে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
স্বাগতিক ব্যাটারকে উইকেটের পেছনে থাকা আফসর জাজাইয়ের হাতে তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরান নিজাত মাসুদ। নিজের টেস্ট অভিষেকের একেবারে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন এই পেসার। টেস্ট অভিষেকে একেবারে প্রথম বলেই উইকেট তুলা প্রথম আফগান বোলার নিজাত।
তবে এর পরের গল্পটা শুধুই বাংলাদেশের। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস গড়ার কাজে নামেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে অসাধারণ জুটিতে পার করে দেন মধ্যাহ্ন বিরতি। ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের বর্তমান রান রেট ওভার প্রতি ৪.৮৩। শেষ দশ ওভারে ৬.২০ রান রেটে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান তুলে বাংলাদেশ। যা নিশ্চিতভাবেই দারুণ। উইকেটে সেট হওয়ার পর ব্যাটিং তুলনামূলক সহজ হয়ে পড়েছে জয় ও শান্তর জন্য। আফগানদের অনভিজ্ঞ বোলিং লাইনআপও অবশ্য খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারছে না টাইগারদের। প্রথম সেশনটা তাই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
দলকে স্বস্তিতে রাখার পাশাপাশি দারুণ ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেওয়া এই বাঁহাতি ব্যাটার ৭৬ বলে ১১ বাউন্ডারিতে ৬৪ রান করে অপরাজিত আছেন। অপরপ্রান্তে ৭০ বলে ৬ বাউন্ডারিতে ৩৮ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/সা
Discussion about this post