স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে চোটে পড়েছেন তাসকিন আহমদ। বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন চোট নিয়েই। শুধু দলেই নয়, বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কও তাসকিন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিশ্বাস পেস আক্রমণের নেতাকে তিনি পাবেন প্রথম ম্যাচ থেকেই। দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমে শান্ত বলে, ‘আমরা এমন আশা করছি না তাসকিন থাকবে না। আমরা আশা করছি তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকেই এভেইলাবল থাকবে। আমাদের দলের অন্যতম সেরা বোলার এবং মেইন বোলার আমি বলব।’
৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাবে বাংলাদেশ, না হলে ব্যাকাপ আছে জানিয়ে শান্ত বলেন, ‘না থাকতে পারলে আমাদের যে ব্যাকআপ অপশন আছে তা নিয়ে আগাতে হবে। আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে ইনশাল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post