নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দিন শেষে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২০৫ রান। ৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে শান্ত অপরাজিত ১০৪ রানে। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৩ রানে চতুর্থ দিনে খেলতে নামবেন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৬ রান। এর আগে মুমিনুল হকের সাথেও একটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন শান্ত। এর আগে আজ ১৯ রান নিয়ে দিনের প্রথম সেশন শেষ করেছিল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনের শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। পরপর দুই ওভারে ফেরত যান দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। সেই বিপর্যয় সামলে দলকে পথ দেখান শান্ত ও মুমিনুল। এরপর শেষ সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে আরও ১০১ রান স্কোরবোর্ডে জমা করে তারা। মুমিনুল রানআউটে বিদায় নেওয়ার পর দৃঢ়তা দেখান শান্ত ও মুশফিক।
৯৫ বলে ফিফটি করার পর সেঞ্চুরিতে পৌঁছাতে শান্তর লাগে ১৯২ বল। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। আর অধিনায়ক হিসেবে প্রথম। অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি। আগের ১২ অধিনায়কের মধ্যে ৪ জন পঞ্চাশ পেরোলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। ২০০৯ সালে উইন্ডিজ সফরে সর্বোচ্চ অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post