স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হ্যারি টেক্টর। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার জিতেছেন টেক্টর। এর জন্য পেছনে ফেলেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তানের বাবর আজমকে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন টেক্টর। দল হারলেও, ব্যাট হাতে নজর কেড়েছিলেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ২১ রান করে। দ্বিতীয় ওয়ানডেতে টেক্টরের ব্যাট থেকে আসে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। আর তৃতীয় ও শেষ ম্যাচে টেক্টর করেন ৪৫ রান। রান ছাড়াও কঠিন পরিস্থিতিতে যেভাবে দলের হাল ধরেছিলেন, তা প্রশংসা জুগিয়েছে বেশ।
শেষ পর্যন্ত দারুণ এই পারফর্ম্যান্সের পুরষ্কার পেলেন টেক্টর। প্রথমবারের মতো মাস সেরার খেতাব জিতেছেন। এর আগে আয়ারল্যান্ডের কোনো ক্রিকেটার এই পুরষ্কার জিততে পারেনি। টেক্টরের আনন্দ বাড়তে পারে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মতো ক্রিকেটার ও ক্যারিয়ারে অন্যতম সেরা ছন্দে থাকা টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে এই পুরষ্কার জিততে পারা।
এদিকে নারীদের ক্রিকেট মে মাসের সেরা নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের থিপাচা পুথাওং। ১৯ বছর বয়সী ক্রিকেটার কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে ১১ উইকেট নিয়ে থাইল্যান্ডের স্বর্ণ জেতাতে বড় অবদান রেখেছিলেন। মে মাসের সেরা হতে থিপাচা পেছনে ফেলেছেন দুই শ্রীলঙ্কান চামারি আতাপাত্তু ও হর্ষিতা মাধবীকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post