শান্ত-মুনিম শাহরিয়াররা জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন

0
31

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ টি-২০ দ‍লের জিম্বাবুয়ে সফরে যাওয়া কথা ছিলো ২৭ জুলাই বুধবার রাতে। তবে তার আগেই টি-২০ দলের কয়েকজন সদস্য সোমবার রাতেই জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনজন ক্রিকেটার ছাড়াও দু’টি কর্মকর্তা গেছেন তাদের সঙ্গে।

টি-২০ দলের তিন সদস্য নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার ও হাসান মাহমুদ রাতেই জিম্বাবুয়ের বিমানে চড়েছেন। তাদের সঙ্গে গেছেন লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল ও একজন ফিজিও। বাকী সদস্যরা ২৭ জুলাই বুধবার রাতেই যাবেন। টি-২০ সিরিজ আগে হওয়াতে এই ফরম্যাটের সদস্যরাই আগে যাচ্ছেন। ৩০ জুলাই রাতে যাবেন ওয়ানডে স্কোয়াডের সদস্যরা।

৩০ জুলাই থেকেই শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে ৩১ জুলাই। এক দিন বিরতি দিয়ে ২ আগস্ট তৃতীয় টি-২০ ম্যাচ। নতুন অধিনায়ক সোহান তাই দলগত অনুশীলনের খুব বেশি একটা সুযোগ পাবেন না। দ্রুতই তাকে নেমে পড়তে হবে ময়দানি লড়াইয়ে।

সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশ সময় প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে টি-২০ সিরিজের খেলা। ওয়ানডে সিরিজ শুরু হবরে ৫ আগস্ট থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৭ আগস্ট ও ১০ আগস্ট অনুষ্টিত হবে এক দিনের সিরিজের শেষ ম্যাচটি। ওয়ানডে দলের সদস্যরা ৩১ জুলাই রাতে ছাড়বেন ঢাকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here