নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই রাউন্ডে ব্যাটিং ব্যর্থতায় হার দেখেছিল সিলেট বিভাগ। তবে তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে দ্যুতি ছড়িয়েছেন দলটির ব্যাটাররা। বিশেষ করে শামসুর রহমান শুভ ও তাওহিদুল আলম ফেরদৌসের ব্যাটে রংপুর বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ পায় সিলেট।
সিলেটের জার্সিতে খেলা শামসুর ১৬০ রানের ইনিংস খেলেছেন। ১৫ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান জাতীয় দলের হয়ে ৬ টেস্ট খেলা এই ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ফিফটি হাঁকিয়েছেন ফেরদৌস। মাটি কামড়ে টিকে থাকা এই উইকেটকিপার ব্যাটার বল খেলেছেন ২০৩। ৪ বাউন্ডারিতে অভিষেক ইনিংস রাঙিয়েছেন সিলেটের এই ক্রিকেটার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার নিজেদের প্রথম ইনিংসে ৪১৫ রানে অলআউট হয়েছে সিলেট। শামসুর-ফেরদৌস ছাড়া অবশ্য দলটির অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেন নি। ওপেনার তৌফিক খান তুষার ৩২ রান করেন ৩১ বলে। এই ব্যাটারকে ফিরিয়েই রংপুরের উইকেটের খাতা খোলেন পেসার আসাদউল্লাহ গালিব। ইনিংসে এই পেসার ৫ উইকেট শিকার করেন। সিলেটের অধিনায়ক জাকির হাসান করেন ৪২ রান। মিজানুর রহমান ৩৬ ও আসাদউল্লাহ আল গালিব ৩৭ রান করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছে রংপুর। সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহীর পেসে ১১৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে দলটি। খালেদ ৩৯ রানে ৩টি, রাহী ২২ রানে ২টি উইকেট নিয়েছেন। সিলেটের রান পাহাড়ের জবাবে রংপুরের শুরুটা হয় খুব বাজে। ২৮ রানেই তারা হারায় ৩ উইকেট। ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন তানভির হায়দার। তাকে সঙ্গ দিচ্ছেন নিহাদুজ্জামান। এখনও ৩০১ রানে পিছিয়ে আছে রংপুর।