স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলের ম্যাচ খেলতে ঢাকায় এখন লেবানন ফুটবল দল। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শাহরজাহতে বাছাইয়ের ‘আই’ গ্রুপে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। সেখান থেকে শুক্রবার ভোরে ঢাকায় উদ্দেশ্যে রওয়ানা দেয় লেবানন। সকাল সোয়া আটটায় তারা পৌঁছায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে গতকাল ফিলিস্তিনের বিপক্ষে গোল শূন্য ড্র করে লেবানন। অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৭-০ গোলে। আগামী ২১ নভেম্বর দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় বেঙ্গল টাইগারদের বিপক্ষে মাঠে নামবে লেবানন। বাংলাদেশ দল এখন মেলবোর্ন থেকে ঢাকার পথে রয়েছে। চীনে যাত্রাবিরতি দিয়ে শুক্রবার রাতে দেশে ফিরবেন ফুটবলাররা।
লেবাননের বিপক্ষে তিনবারের দেখায় একবার জয় পেয়েছে বাংলাদেশ। ২০১১ সালে এসেছিল সেই জয়। আর ফিলিস্তিনের সাথে ৪ বারের দেখায় কোনবারই জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচও ঘরে খেলবে বাংলাদেশ। ২০২৪ সালের ২১ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। ২৬ মার্চ বাংলাদেশের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিন। এটা অ্যাওয়ে ম্যাচ। ৬ জুন বাংলাদেশ ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর বাংলাদেশ ১১ জুন লেবাননে খেলবে শেষ ম্যাচ। ম্যাচগুলোর সময় এখনও জানানো হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০