শারজায় আজ সেঞ্চুরির মাইল ফলকের অপেক্ষায় সাকিব

0
45

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান অনেক রেকর্ডই গড়েছেন। এবার আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। এশিয়া কাপে শারজায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই হয়ে যাবে সেই ‘রেকর্ড’টি। বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে টি-২০ ম্যাচের সেঞ্চুরি করবেন তিনি।

এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। শারজায় এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই তিনি শততম টি-২০ ম্যাচ খেলার কীর্তি গড়বেন।

৯৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৩.১০ গড়ে বাংলাদেশ অধিনায়ক ২ হাজার ১০ রান করেছেন। তবে কোনো শতক নেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যঅটে। আছে ১০টি অর্ধশতক। ক্যারিয়ার সেরা ইনিংস ৮৪ রান। অলরাউন্ডার সাকিব বল হাতে শিকার কারেছেন ১২১টি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ২০ রান দিয়ে ৫ উইকেট।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমান অদিনায়ক এখন পর্যন্ত ১৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের শোয়েব মালিক খেলেছেন ১২৪টি ম্যাচ। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১২১টি ম্যাচ খেলে আছেন তৃতীয় স্থানে।

সাকিবের আগে এই সেঞ্চুরি আছে বাংলাদেশের আরো দুই ক্রিকেটারের নামের পাশে। সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১১৯টি ম্যাচ। মুশফিকুর রহিমও শততম টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন। এশিয়া কাপের প্রথম ম্যাচে হবে তার ১০১তম ম্যাচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here