শাস্তির কবলে শিখর ধাওয়ানের ভারত

0
26

স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে ভারত দল। রোববার রাতে এই জয়ের দেখা পায় শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল। তবে সেই জয়ের আনন্দে কিছুটা ভাঁটা পড়েছে। স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে ভার‍তকে।

যদিও সেটা দ্বিতীয় ম্যাচের জন্য নয়, প্রথম ওয়ানডের জন্য। সিরিজের প্রথম ওয়ানডেতে ধীর গতির কারণে শাস্তি দেওয়া হয়েছে ভারতকে। দলের প্রত্যেককে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল ভারত দল। আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। আর সেই কারণেই ভারতকে এই জরিমানা করা হয়েছে।

ম্যাচের অনফিল্ড আম্পায়াররা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে এই নিয়ে অভিযোগ আনেন। আর সেই অভিযোগের প্রেক্ষিতে শাস্তি প্রদান করেন ম্যাচ রেফারি। এই শাস্তি মেনে নিয়েছেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। যার ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here