স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে ৩ রানের জয় পেয়েছে রাজস্থান। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান প্রয়োজন। তবে সন্দীপ শর্মার ওভার থেকে ধোনি ও জাদেজা মিলে ১৭ রান নিতে পারে।
দারুণ জয়ে উচ্ছ্বসিত রয়্যালস শিবির। পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসছে দলটি। তবে রোমাঞ্চকর জয়ের পরও শাস্তি পেতে হচ্ছে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে। স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুণেছেন স্যামসন। ম্যাচে নির্ধারিত সময়ে ওভারের কোটা পূরণ না করায় ১২ লাখ রুপি জরিমানা গুণেছেন স্যামসন।
আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আসরে প্রথমবার এমন হওয়ায় স্যামসনকে খুব বেশি শাস্তি দেওয়া হচ্ছে না। তবে দ্বিতীয়বার এমনটি ঘটলে দ্বিগুণ জরিমানা অর্থাৎ, ২৪ লাখ রুপি জরিমানা করা হবে। একইসাথে দলের একাদশে থাকা ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে কাঁটা হবে।
সব মিলিয়ে চলতি আসরে দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই শাস্তি পেয়েছেন স্যামসন। এর আগে পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তিনি একই শাস্তি পান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা