শাস্তি পেলেন আফগান ওপেনার গুরবাজ

0
18

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে শাস্তি পেতে হয়েছে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। সেই ম্যাচে রানআউট হয়ে ফেরার পথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ধরনের অপরাধে তাঁকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করার সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ইংলিশ বোলারদের তুলোধুনো করতে থাকেন গুরবাজ।বিধ্বংসী ইনিংস খেলে তিনি ফেরেন রানআউট হয়ে। হাশমতউল্লাহ শহীদির সঙ্গে ভুল–বোঝাবুঝিতে ৫৭ বলে ৮০ রান করে রানআউট হয়ে ফিরতে হয় তাঁকে। আউটের পর বাউন্ডারি সীমানার দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন গুরবাজ। এরপর ডাগআউটে থাকা একটি চেয়ারেও ব্যাট দিয়ে আঘাত করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ নম্বর ধারা অনুযায়ী সেটি ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক আর মাঠের সরঞ্জামের অবমাননা’। তাই তাকে ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা জানিয়েছেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ফলে সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here