শাস্তি পেলেন জোকোভিচ

0
574

স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছেন কার্লোস আলকারাস। ফাইনাল হারের সাথে এবার শাস্তিও পেতে হয়েছে জোকোভিচকে। ম্যাচে মেজাজ হারিয়ে র‍্যাকেট ভাঙার কারণে শাস্তি পেয়েছেন এই সার্বিয়ান তারকা।

রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচকে জরিমানা করা হয়েছে। ৬ হাজার ১১৭ পাউন্ড জরিমানা দিবেন তিনি। রানার্সআপ হওয়ায় ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড পুরষ্কার পেয়েছেন। সেখান থেকেই জরিমানার অংশটুকু দিবেন তিনি। ইংল্যান্ড লন টেনিস ক্লাব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।

গেল রোববার রোমাঞ্চকর ফাইনালের লড়াইয়ে ২০ বছর বয়সী আলকারাসের কাছে ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হেরে যান ৩৬ বছর বয়সী জোকোভিচ। ৪ ঘন্টা ৪২ মিনিটের সেই লড়াইয়ে পঞ্চম সেটে কাণ্ড ঘটান জোকোভিচ। সার্ভিসে পয়েন্ট হারানোর পর নেটে র‍্যাকেট ছুঁড়ে মারেন তিনি। যার জন্য ভেঙে যায় র‍্যাকেটও।

এই ঘটনার সাথে সাথেই আম্পায়ার ফার্গুস মার্ফি এর জন্য সতর্ক করে দেন জোকোভিচকে। এরপরই এবার শাস্তির কথা জানাল উইম্বলডনের আয়োজক ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here