স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ সেশনে টি-টোয়েন্টির গতিতে রান তাড়ায় অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড। মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে জনি বেয়ারস্টো ৯২ বলে ১৩৬ রান তুলেছেন। তার ব্যাটিং দেখে মনে হতেই পারে তিনি টি-টোয়েন্টি ইনিংস খেলতে নেমেছেন। এই ম্যাচ জয়ে অধিনায়ক বেন স্টোকসেরও অবদান কম নয়। তিনি ৭০ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
ম্যাচ জয়ের পর শাস্তি পেল ইংল্যান্ড দল। মূলত স্লো ওভার রেটের কারণে আইসিসি শাস্তি দিয়েছে ইংলিশদের। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছিল দলটি। শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার রড টাকার ও ফোর্থ আম্পায়ার মার্টিন স্যাগার্সের অভিযোগের প্রেক্ষিতে অপরাধ স্বীকার করেছেন অধিনায়ক স্টোকস এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি পয়েন্ট খোঁয়ালো ইংল্যান্ড। একই সঙ্গে দলকে তাদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।