স্পোর্টস ডেস্কঃ এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহ’র দলকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।
মঙ্গলবার ভারতের হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিলো স্লো ওভার রেটিংয়ের শাস্তি। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি পয়েন্টও হারালো তারা। তাতে করে পাকিস্তানের উন্নতি হলো পয়েন্ট তালিকায়।
পয়েন্ট টেবিলে ৩ নম্বর থেকে ভারত নেমে গেল চারে। তিনে উঠে এল পাকিস্তান। ১২ ম্যাচে ৬ জয়, ৪ হার ও ২ ড্রতে ৭৭ পয়েন্ট ও জয়ের শতকরা ৫৩.৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভারত। আর ১৬ ম্যাচে ৫ জয়, ৭ হার ও ৪ ড্রতে ৬৪ পয়েন্ট ও জয়ের শতকরা ৩৩.৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম দল ইংল্যান্ড।
টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রতে ৮৪ পয়েন্ট ও জয়ের শতকরা ৭৭.৭৮ পয়েন্ট অজিদের। ১০ ম্যাচে ১ জয়, ৮ হার ও ১ ড্রতে ১৬ পয়েন্ট ও জয়ের শতকরা ১৩.৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম, তলানিতে আছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০