স্পোর্টস ডেস্ক:: শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। তবুও সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ধাওয়ানের ৯৯ রানের ইনিংস ছাপিয়ে রাহুল থিরিপাত্তির ৭৪ রানে ম্যাচ জিতে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ।
আগে ব্যাট করা পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান ও স্যাম কারানের ব্যাটে চড়ে ৯ উইকেটে ১৪৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা সারাইজ হায়দ্রাবাদ রাহুল ও এইডেন মার্করামের ব্যাটে চড়ে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে।
টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব শুরুটা করে উইকেট হারিয়ে। রানের খাতা খুলার আগেই ফিরে যান ওপেনার প্রবিসিরমান সিং। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আরেক ওপেনার অধিনায়ক এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন। তার ধের্য্যশীল ইনিংসেই ৯ উইকেটে ১৪৯ রান তুলতে পারে দলটি।
মাত্র এক রানের জন্য সেঞ্চুরি হয়নি ধাওয়ানের। ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন তিনি। বার চার ও পাঁচ ছক্কায় সাজান ঝলমলে ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন স্যাম কারান। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
হায়দ্রাবাদের হয়ে মায়াঙ্ক ৪টি ও উমরান মালিক ২টি করে উইকেট লাভ করেন।
১৫০ রানের টার্গেটে খেলতে নামা পাঞ্জাব রাহুল থিরিপাত্তি ও অধিনায়ক এইডেন মার্করামের ব্যাটে মাত্র দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন রাহুল। দশ চার ও তিন ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ছয় চারে ২১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। এছাড়াও ১৩ রান করেন হ্যারি ব্রুক। ২১ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে।
পাঞ্জাব কিংসের হয়ে রাহুল চাহার ও অর্শ্বদ্বীপ সিং ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post